শিয়ালের হামলায় আহত ৪ জন। ঘটনাটি শুক্রবার সকালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের। আহতদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। পাল্টা হামলায় একটি শিয়াল নিহত হয়। রেঞ্জ অফিসার সুদর্শন সরকার জানান, তারা এলাকাটি পর্যবেক্ষণ করছেন। শেয়ালের সংখ্যা বেড়ে যাওয়ায় এমনটা হচ্ছে।বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের দোহরা এলাকায় তিন কৃষক আয়নাল হক (৫৮), মাসিরুল হক (১৮) ও রবিউল ইসলাম (২৪) ধান কাটতে গিয়েছিলেন। এসময় কিছু শেয়াল তাদের আক্রমণ করে। তিনজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হলে তাদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সেখানে তারা চিকিত্সাধীন।
অপরদিকে, শুক্রবার সকালে তুলসিহাটার কামরাতা গ্রামে শিয়ালের আক্রমণে আহত হয়েছেন আরেক কৃষক সকাল দাস (৪০)। তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়। সকালে পাল্টা হামলায় একটি শেয়াল মারা গেছে।
Post A Comment:
0 comments so far,add yours