অভিনেতা-পুত্রের মাদক যোগে জামিন পাওয়ার বিপুল সামাজিক উল্লাসের মাঝে চাপা পড়ে যায় এক সাহসী অফিসারের মৃত্যু,যিনি Bio-Chemistry তে PHD করেও সিভিল সার্ভিসে যোগদান করেছিলেন সমাজের ড্রাগ নেশার বিরুদ্ধে লড়াই করার জন্য। পিতা ছিলেন প্রাক্তন সেনা অফিসার,দেশের জন্য লড়াই করেছেন ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে। ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হয়েছিলেন বিজয়ের অংশীদার,সেই অফিসারের কন্যা এই তরুণী চেষ্টা করেছিলেন ড্রাগের নেশায় নিমজ্জিত পাঞ্জাব রাজ্যের যুবসমাজকে আলোর দিশা দেখাতে,বিকল্প পথের ব্যবস্থা করে নেশার ঘোর কাটাতে। যার ফলেই মাদক কারবারিদের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেন,আইনের সাহায্যে কড়া অভিযান জারি রাখেন। যার ফলে সেই মাদক ব্যবসায়ীদের হাতেই গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় পাঞ্জাবের এই সাহসী অফিসারের,২০১৯ সালের যে ঘটনায় আবারও সামনে চলে আসে ড্রাগ ব্যবসায়ীদের শক্তিশালী লবির কাহিনী। এক সাহসী লড়াকু অফিসারের মৃত্যুতে অন্তরালে চলে যায় একক লড়াইয়ের আখ্যান ......

সূত্র: ফেসবুক 
কাকদ্বীপ. কম এর কোনো সত্যতা যাচাই করেনি 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours