জেলের এক বন্দির ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠল জেল সুপারের বিরুদ্ধে। বন্দির পিঠে লোহার রড় দিয়ে  'আতঙ্কবাদী' লিখে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। বন্দির নাম করমজিত্‍ সিং । পঞ্জাবের বরনলা জেলার সংশোধনাগারে এই ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত জেল সুপার বলবীর সিং বন্দির আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং করমজিতের বানিয়ে গল্প বলার অভ্যেস রয়েছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours