জন্মদিনের পার্টিতে চলল গুলি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার বরাকরের রিভারসাইড গোয়ালা পট্টিতে। ইতিমধ্যেই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটিতে দেখা যায়, কালো জ্যাকেট ও ট্রাউজার পরা এক যুবক শূন্যে গুলি ছুড়ছেন। ঘটনায় জড়িত দু'জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম মনোজ যাদব ও ধর্মেন্দ্র যাদব। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মনোজের বাড়িতে জন্মদিনের একটি অনুষ্ঠানে লাইসেন্সওয়ালা একটি পিস্তল নিয়ে এসেছিলেন ধর্মেন্দ্র। হঠাত্ই ধর্মেন্দ্রর পিস্তলটি নিয়ে ৪ রাউন্ড গুলি চালান। সেই ছবি মুহর্তের মধ্যেই সোশ্যাল সাইটে ভাইরাল হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান কুলটি থানা ও বরাকর ফাঁড়ির পুলিশ। দু'জনকে আটক করা হয়। এরপর তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশের তরফে জানানো হয়েছে, লাইসেন্স থাকলেও এইভাবে গুলি চালানো যায় না। একমাত্র যাঁর নামে পিস্তলের লাইসেন্স রয়েছে একমাত্র তাঁরই গুলি চালানোর অধিকার রয়েছে। সেই জন্যই ওই দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে পিস্তলটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার ধৃতদের আদালতে তোলা হলে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours