একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
পুরীর হোটেল থেকে উদ্ধার কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের দেহ। সপরিবারে পুরী বেড়াতে গিয়েছিলেন তিনি। হঠাত্ করেই সোমবার সন্ধ্যেবেলায় হোটেলের ঘরে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় চিকিত্সককে, তিনি এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই পুরি পুলিশ স্টেশনের আধিকারিকরা সেই দেহকে নিজেদের রিমান্ডে নিয়েছে এবং কন্টাক্ট করা হয়েছে কলকাতা পুলিশের সঙ্গে। কলকাতা পুলিশের একটা টিম রওনা হয়েছে পুরির উদ্দেশ্যে।
জানা গিয়েছে, মঙ্গলবার সমস্ত নিয়ম মেনে ময়না তদন্ত হবে দেহের এবং তার পরেই তার পরিবারের সঙ্গে তাঁর দেহ ফিরিয়ে আনবে এই পুলিশের টিম। উল্লেখ্য, মৃত অ্যাসিস্ট্যান্ট কমিশনার ১৯৮৬ সালের অফিসার।
Post A Comment:
0 comments so far,add yours