রচনার জুতোয় পা গলালেন সুদীপা। সাময়িক ভাবে বদলাতে চলেছে দিদি নম্বর ১ এর সঞ্চালক। কিন্তু কারণ কি? দশ বছর ধরে হয়ে আসা রিয়ালিটি শো-তে এর আগেও সঞ্চালক বদল হয়েছে। তবে তাও ক্ষণস্থায়ী। ফিরে এসেছেন সকলের পছন্দের দিদি নম্বর ১ রচনা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু কয়েকদিন আগে বাবাকে হারিয়ে রীতিমত শোকে বিহ্বল রচনা। কাজে ফেরার মত মানসিক অবস্থা নেই তার। তার সঙ্গে রয়েছে বাবার পারলৌকিক ক্রিয়াদি। তাই দিদি নম্বর ১-র বিশেষ পর্বের খরচবহুল শুটিং শেষ করার জন্যই দায়িত্ব বর্তেছে সুদীপার ওপরে। সঙ্গে রয়েছেন সৌরভ দাস। শো এগিয়ে নিয়ে যাবেন তিনি।
এপ্রসঙ্গে সুদীপা ফেসবুক লাইভে এসে জানিয়েছেন, বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিকে পিকনিক স্পেশ্যাল পর্বের শুটিংয়ের সমস্ত আয়োজন সারা। আর এত খরচবহুল শো এর শুট ক্যান্সেল করা সম্ভব নয় তাই রচনা বন্দ্যোপাধ্যায় তাঁকে এই দায়িত্ব দিয়েছেন। এই শোতে সৌরভ ও সুদীপা দুজনেই সঞ্চালনা করবেন। শুটিংফ্লোর থেকে দূরে থাকলেও রচনার মন রয়েছে সেখানে। শুধু তাই নয় সুদীপাকে নাকি কড়া নির্দেশ দিয়েছেন রচনা। যেন তাঁর শো এর অতিথিদের মুখের হাসি ম্লান না হয়।
সম্পূর্ণ তথ্য নেওয়া - এই মুহূর্তে / dailyhunt
Post A Comment:
0 comments so far,add yours