মনিরুল হক,কোচবিহার: দীপাবলির আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ। দিনহাটা কৃষি মেলা ও ওকড়াবাড়ি থেকে এই বাজি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এই বাজির আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মঙ্গলবার রাতে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করা ছাড়াও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরা হলেন মলয় সরকার এবং দিলীপ সরকার। এদের একজনের বাড়ি পুটিমারি বড়নাচিনা এলাকায়। অপরজনের বাড়ি ওকড়াবাড়ি গোকুন্ডা গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নিষিদ্ধ বাজি বিরুদ্ধে এই অভিযান চলবে বলেও জানা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রজ্জু করেছে পুলিশ।

সম্প্রতি কালে কোচবিহার সহ গোটা রাজ্যে নিষিদ্ধ বাজিতে ভোরে গিয়েছে। এই সব নিষিদ্ধ বাজি উদ্ধার করতে তত্‍পর হয়েছে রাজ্য পুলিশ থেকে শুরু করে জেলা পুলিশের আধিকারেরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours