Home
Daily News
India News
WB News
আরিয়ান কাণ্ডে নয়া মোড়, তদন্তভার থেকে সরিয়ে দেওয়া হল সমীর ওয়াংখেড়েকে
Subscribe to:
Post Comments (Atom)
২ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে এনসিবি হানার নেপথ্যে ছিলেন সমীর ওয়াংখেড়ে। তাঁর নেতৃত্বেই তদন্ত শুরু হয় আরিয়ান মামলার। তারপর থেকেই একের পর এক অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। ২৫ কোটি টাকা ঘুষ নিয়ে আরিয়ান মামলার দফারফা করার অভিযোগও আনা হয় ওয়াংখেড়ের বিরুদ্ধে। আবার অর্থের বিনিময়ে সাক্ষী জোগাড়ের অভিযোগও ওঠে।এর মধ্যেই আবার মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিক সোশ্যাল মিডিয়ায় পুরনো একটি বার্থ সার্টিফিকেট শেয়ার করেন। যেখানে সমীর ওয়াংখেড়ের বাবার নাম দাউদ ওয়াংখেড়ে হিসেবে দাবি করা হয়। পরে আবার জাল তফশিলি সার্টিফিকেট জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগও আনা হয় ওয়াংখেড়ের বিরুদ্ধে।
যদিও এই সমস্ত অভিযোগ মানতে অস্বীকার করেন সমীর ওয়াংখেড়ে। পাল্টা অভিযোগ করে তিনি বলেন যে আরিয়ান খানের গ্রেপ্তারির পর থেকেই তাঁকে নানাভাবে টার্গেট করা হচ্ছে।
Post A Comment:
0 comments so far,add yours