দীপাবলির সন্ধেয় বাজি বন্ধ করার তল্লাশিতে বেরিয়ে চরম মারধরের শিকার হলেন এক পুলিশ অফিসার (Bihar Cop)! বিহারের মোতিহারির ছাপড়া বাহাসের ধর্মপুর গ্রামে এই ঘটনায় ভিডিও ফুটেজের ভিত্তিতে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ পদক্ষেপ শুরু করেছে।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যায়, পুলিশের পোশাক পরা এক ব্যক্তিকে ঘিরে ধরেছে একদল লোক। তাঁকে সকলে মিলে চরম গালিগালাজ করছে এবং গায়ে হাত তুলছে। এর পরে দু'জন এগিয়ে এসে পুলিশটির হাত পেছনে করে একটি পোস্টের সঙ্গে বাঁধে তাঁকে। আরও দেখা যায়, যিনি ভিডিও করছেন, তিনি রীতিমতো ধমকের সুরেওই পুলিশকে জিজ্ঞেস করছেন, কে তাকে অভিযান চালাতে বলেছে! সেই সঙ্গে হুমকি, দীপাবলিতে বিহারে কোথাও কোনও অভিযান করা যাবে না। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে এলাকায় পৌঁছে জানতে পারে, সেখানে মদ্যপান ও জুয়া খেলা নিয়ে ঝামেলা চলছিল। সেই সঙ্গে চলছিল দেদার বাজি ফাটানো। সেখানেই মীমাংসা করার চেষ্টা করেছিলেন ওই পুলিশ আধিকারিক। তখন তাঁকে মার খেতে হয় স্থানীয়দের হাতে। । 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours