১২ হাজারির ক্লাবে রোহিত শর্মা, সামনে শুধুই বিরাট কোহলি!
উল্টোডাঙা ফুটওভার ব্রিজে ওইটা কী? তুমুল হইহই
হিন্দু হয়েও কোন ‘বুদ্ধির জোরে’ জঙ্গির AK 47-এর নলের মুখ থেকে ফিরলেন দেবাশিস?
মধ্যরাতে ডাক পড়ল পাক কূটনীতিকের, ৭ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
বৈসরনে সেই রিসর্টের বাইরে রিলস বানাচ্ছিলেন পর্যটক, আচমকাই গুলির শব্দ-আর্তচিৎকার, পরের মুহূর্তেই…ভয়াবহ ছবি পর্যটকের পোস্ট করা ভিডিয়োয়
শহরের বুকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক। আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ সহ নারকেলডাঙ্গা থেকে ১ জনকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ রেহান ওরফে রেহান শেখ। সে নারকেলডাঙারই বাসিন্দা। তাকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।ধৃতের মোবাইল কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত গত সপ্তাহেই অস্ত্র বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয় ২ জনকে। একবালপুর এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। মোমিনপুর মোড় থেকে গ্রেফতার করা হয় শেখ সাদ্দাম হোসেন নামে এক যুবককে। তাঁর থেকে ১টি ওয়ান সাটার ও ২ রাউন্ড কার্তুজ মেলে। তাঁকে জেরা করে জানা যায়, কলকাতায় অস্ত্র বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। তাঁকে জেরা করে তাঁর এক সঙ্গী বাবলু আরিকেও গ্রেফতার করেছে একবালপুর থানার পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours