সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - আবার বাঘের আক্রমণ।বাঘের হামলার মুখে এক মত্‍স্যজীবী। কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কাছারি বাজার নস্কর পাড়ার
লখাই নস্কর গত সোমবার আরও দু'জন সঙ্গীর সঙ্গে নদী পথে নৌকায় চেপে কাঁকড়া ধরতে যায় সুন্দরবনে।দুই সঙ্গী লক্ষণ সরদার ও সমীর সর্দার।বৃহস্পতিবার সকালে যখন তারা কাঁকড়া ধরছিল সেইসময় আচমকাই মত্‍স্যজীবীদের দেখতে পেয়েই সুন্দরবনের কালীবয়রা জঙ্গল থেকে ভয়ঙ্কর রুদ্রমূর্তি ধারণ করে তেড়ে আসে একটি বাঘ। সরাসরি হামলা চালিয়ে লখাই নস্করের মুখে কামড় বসিয়ে দিয়ে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।সঙ্গে থাকা দুই সঙ্গী নৌকায় থাকায় লাঠি,বৈঠা,কাঁকড়া মারার শিক এক মুহূর্ত দেরী না করে প্রতিরোধ গড়ে তুলে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে।কোনোক্রমে সঙ্গী কে বাঘের মুখ থেকে উদ্ধার করে।এরপর লখাইকে নিয়ে আসা হয় কৈখালী ঘাটে। সেখান থেকে কুলতলি ব্লকের জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। ওই মত্‍স্যজীবীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় সাথে সাথে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিত্‍সকরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours