৩রা নভেম্বর বুধবার সন্ধ্যে ছটা ত্রিশ মিনিট নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘোড়ামারা দ্বীপের কাছে হুগলি নদীতে ডুবে গেল একটি বাংলাদেশি জাহাজ,
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় এম.ভি. বাংলার শান্তি নামে একটি জাহাজ নাবিকসহ ১৩ জন নিয়ে, কোলকাতা থেকে ছাই ভর্তি করে, বাংলাদেশে যাওয়ার জন্য, নামখানার দিকে যাওয়ার পথে ঘোড়ামারা দ্বীপের কাছে অন্য আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে এম.ভি. বাংলার শান্তি নামক জাহাজটি। জাহাজে ফুটো হয়ে গিয়ে জল ঢুকতে থাকে এরপর নদীতে ডুবে যায় ওই বাংলাদেশি জাহাজটি। এম .ভি. বাংলার শান্তি নামে ওই জাহাজটি ডুবে যাওয়ার খবর পায় সাগর থানা, তখনই সাগর থানার ও.সি. দেবাশীষ রায়ের নেতৃত্বে একটি পুলিশ টিম রাতে ট্রলার নিয়ে গিয়ে ওই জাহাজ থেকে ১৩ জনকে উদ্ধার করে সাগরে নিয়ে আসে, এরপর ওই ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজ থেকে উদ্ধার হওয়া ১৩ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য সাগর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পুলিশ সূত্রে আরো জানা যায় ওই উদ্ধার হওয়া ১৩ জনের মধ্যে একজন ভারতীয় নাবিকও রয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours