গিয়েছিলেন আনন্দ করতে, কিন্তু তা পরিণত হল বড় দুর্ঘটনায়। পিকনিক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন কারখানার কর্মীরা। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুনে ঝলসে গেলেন ৫ জন।  ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মাতালের ঠেস এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সেই পাঁচজনকে ভর্তি করা হয়েছিল ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মাতালের ঠেসে একটি বেসরকারি কারখানার কর্মীরা পিকনিকের আয়োজন করছিলেন। রান্না করার সময় হঠাত্‍ একটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে। ইতিমধ্যেই আহতদেরকে নিয়ে ডায়মন্ড হারবার থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছে অ্যাম্বুলেন্স।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours