নিখোঁজ ছাত্রের পচা-গলা দেহ (deadbody) উদ্ধার হল রবিবার। নদিয়ার ভীমপুর থানার নতুন পাড়া এলাকার এই ছাত্রের কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল নদিয়ার বছর পনেরোর কিশোর দিবাকর বিশ্বাস।পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছিল। সেই মতোই অনুসন্ধান করছিল পুলিশ। কোনও সূত্র মেলেনি। এর পরে সোশ্যাল মিডিয়ায় দিবাকরের ছবি পোস্ট করে সন্ধান চাই লিখে শেয়ার করেছিলেন আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধব।
কোনও সাড়া মেলেনি। শেষমেশ আজ, রবিবার সকালে বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বেই একটি কলাবাগানে দিবাকরের পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। তবে এটি খুন না আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। দশম শ্রেণির ছাত্রের সেই মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নদিয়ার ভীমপুর থানার নতুন পাড়া এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours