মহাষষ্ঠীতেই বিষাদের সুর বীরভূমে। সোমবার সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন আদিবাসী যুবকের। ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত। আদিবাসীরা পথ অবরোধ করে রেখেছেন ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তারের দাবিতে।
এদিন সাতসকালে এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থেকে আহমেদপুর যাওয়ার রাস্তায়।
জানা গিয়েছে, এদিন সকালে ওই তিন যুবক প্রাতঃভ্রমণে বের হন। সেই সময় একটি ট্রাক তাদের পিষে দেয়। ঘাতক ট্রাকটি পুরন্দরপুর থেকে আহমেদপুরের দিকে যাচ্ছিল। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই তিন আদিবাসী পরিবারের।
মৃত তিন আদিবাসী যুবক হলেন রাজেশ টুডু (১৭), মনোজ হেমব্রম (১৬) এবং রোহিত বেসরা (১৩)। মৃত এই তিন জনেরই বাড়ি বীরভূমের আহমেদপুরের ধোবাজল গ্রামে। জানা গিয়েছে, ঘাতক ট্রাকটি ধাক্কা মারার পর পাল্টি খেয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের এবং একজনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ওই গ্রামের বাসিন্দারা রাস্তা অবরোধ করে রেখেছেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করার জন্য। গ্রামবাসীদের শান্ত করতে এলাকায় পৌঁছেছেন পুলিশ আধিকারিকরা।
Post A Comment:
0 comments so far,add yours