মহা অষ্টমী সকাল থেকে শুরু হয়ে গিয়েছে পুষ্পাঞ্জলি পর্ব , দক্ষিন ২৪ পরগনা জেলার কাকদ্বীপের বিভিন্ন পুজো মন্ডপ গুলিতেও চলছে পুষ্পাঞ্জলি ,মন্ডপে মন্ডপে নতুন পোশাকের মানুষ ভিড় জমিয়েছে । রং বিরংএর পাঞ্জাবি ও তাঁতের রং বিরংএর শাড়ি যেন প্রফুল্লতা মাধবী লতা , মণ্ডপে মণ্ডপে মাইকে চলছে স্তোত্রপাঠ সঙ্গে সাড়ম্বরে হচ্ছে দেবী বন্দনা।
এদিকে, অষ্টমীতেই দক্ষিণবঙ্গে ফের অসুর রূপে দেখা দিতে পারে বৃষ্টি। আজ থেকে উপকূলের জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস। নবমীতে কলকাতা সহ দুই দক্ষিন বঙ্গে হতে পারে বৃষ্টি। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
কাকদ্বীপ .কমের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জানাই শারদীয়া দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন
Post A Comment:
0 comments so far,add yours