মর্মান্তিক ঘটনা ঘটে গেল বাংলাদেশে। সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া মহল্লায় নিজ ঘর থেকে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ কামারপাড়া মহল্লার ঘোষপাড়া বৃজগোপাল ঘোষের বাড়ীতে গিয়ে দুটি লাশ উদ্ধার করেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা এ বিষয়ে বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে দেখি বৃজগোপাল ঘোষের বাড়িতে তার ছেলে শ্রী গৌরাঙ্গ কুমার ঘোষ (২৮) ও অন্তঃসত্ত্বা স্ত্রী তমা রাণী ঘোষ (১৯) এর রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে ঘরের মেঝেতে।আমরা দুটি লাশ উদ্ধার করে মর্গে পাঠাবো।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ একজন হত্যা করে অপরজন আত্মহত্যা করেছেন। বিস্তারিত সুরতহাণের পর জানা যাবে।
গৌরঙ্গের মা রুবী রাণী ঘোষ বলেছেন, সকাল ১০টার মতো বেজে গেছে। তবুও ওরা ঘুম থেকে ওঠে না। তখন আমি অনেক ডাকাডাকি করি কোন সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে এনে ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি ওরা দুজনে পড়ে আছে
Post A Comment:
0 comments so far,add yours