শনিবার বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নিয়েছে বর্ষা তবুও পিছু ছাড়ছে না বৃষ্টি। রাত এবং ভোরের শিরশিরে হাওয়ায় দক্ষিণবঙ্গে এখন হেমন্তের পরশ। তারি মাঝে ফের হেমন্তের স্বস্তিতে বিরক্তিকর কাটা হয়ে দাঁড়াতে চলেছেন বৃষ্টি‌। তবে এক টানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অনুভূত হতে পারে হেমন্তের পরিবেশ।সকালের দিকে কোথাও কোথাও দেখা যাবে সামান্য কুয়াশা এবং সকালের দিকে অনুভূত হবে হালকা শীতের আমেজ। বেলা বাড়লে অবশ্য বদলে যাবে পরিস্থিতি। গরমের সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি থাকতে পারে। দক্ষিণ-পূর্ব বাংলাদেশ একটি ঘূর্ণাবর্তের জেরে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। যার জেরে আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়াতে‌। কারণ এই সমস্ত জেলাগুলিতে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করেছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ থেকে ৩৫ ডিগ্রি এবং রাতের দিকে তাপমাত্রা থাকতে পেরে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরবঙ্গের বেশকিছু জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং সহ বেশকিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours