স্ত্রীর সঙ্গে ইয়ার্কি করতে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হল স্বামীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির কুমারহাটীতে। জানা গিয়েছে, মৃতের নাম রঞ্জিত পাথর। মৃতের স্ত্রীর নাম দিপালী পাথর। জানা গিয়েছে, মৃত রঞ্জিত রেলের হয়ে কনট্যাক্ট লেবারের কাজ করতেন।
আর পাঁচটা দিনের মতো বুধবার রাতে স্ত্রী দিপালীর সঙ্গে কথা বলছিলেন রঞ্জিত।
সেই সময় হঠাত্ ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে গলায় ফাঁস দেন তিনি। রঞ্জিত ইয়ার্কির ছলে এই কাজ করেন বলে দাবি স্ত্রীর। এদিকে বন্ধ দরজায় সত্যি সত্যি রঞ্জিতের ফাঁস লেগে গেলেও তাঁর স্ত্রী দরজা খুলতে পারেননি। পরে প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙে উদ্ধার করা হয় রঞ্জিতকে। জানা গিয়েছে, ঘটনার সময় রঞ্জিতের দুই ছেলে বাড়িতে ছিল না, তারা ঘুরতে গিয়েছিল।
রঞ্জিতকে উদ্ধার করে কেশিয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্ত্রী দিপালী পাথর জানান মাঝে মাঝেই তিনি এরকম ইয়ার্কি করে দরজা লাগিয়ে দিতেন। কিন্তু বুধবার রাতের ঘটনা যে এতটা মর্মান্তিক হবে তা তিনি ভেবে উঠতে পারেননি।
Post A Comment:
0 comments so far,add yours