দাম্পত্য জীবনে একটু আদ্দু মনোমালিন্য লেগেই থাকে। কিন্তু সেই অশান্তি যখন চরম স্তরে পৌঁছে যায় তখন ঘটে যায় দুর্ঘটনা। সেরকম এক ঘটনা ঘটে গেল মহারাষ্ট্রের ভান্দারার অন্তর্গত মাসাল নামক এক গ্রামে। দুদিন হয়ে গেলেও মোবাইল ফেরত না দেওয়ায় আক্রোশে স্বামীর ঠোঁট কেটে ফেলেন স্ত্রী।ঘটনাটি ঘটেছে মাসালের বাসিন্দা ৪০ বছর বয়সী খেমরাজ বাবুরাও মূলের সাথে।মোবাইল ভেঙে যাওয়ার কারণে তার স্ত্রী এর মোবাইল ফোন ব্যবহার করছিলেন তিনি। কিন্তু দুদিন হয়ে গেলেও সেই মোবাইল স্ত্রীকে ফেরত দিতে ব্যর্থ হোন তিনি। ফলে বৃহস্পতিবার ১ অক্টোবর তারিখে এই বিষয়ে তুমুল ঝগড়া বাঁধে দুজনের মধ্যে।অশান্তি এমন জায়গায় পৌঁছে যায় যে তার স্ত্রী রেগে গিয়ে ধারালো অস্ত্র ছুঁড়ে মারে স্বামীর মুখে।

ধারালো অস্ত্রের আঘাতে সেই মুহূর্তেই খেমরাজের ঠোঁট কেটে যায়। ঘটনা ঘটার পরোক্ষণে তাকে লখন্দুরের একটি গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং সঙ্গে সঙ্গে শুরু হয় যাবতীয় চিকিত্‍সা।জানা গিয়েছে, সমস্ত মেডিক্যাল পরীক্ষার পরে সেকশন ৩২৪ এবং ৫০৪ এর ভিত্তিতে খেমরাজ এবং তার স্ত্রী এর বিরুদ্ধে লখন্দুর পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours