নদীয়া কৃষ্ণনগরে পথদুর্ঘটনায় পঞ্চায়েত কর্মীর মৃত্যু। নদীয়া পঞ্চায়েতের অস্থায়ী কর্মী মোটরসাইকেল নিয়ে এসে সোজা ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা লরির পেছনে এবং লরির নিচে ঢুকে যায়। ঢুকে যায় পঞ্চায়েতের ক্যাজুয়াল কর্মী চাপরা থেকে কৃষ্ণনগর দিকে আসছিল।কৃষ্ণনগর ঘূর্ণি গোডাউনে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার গার্ড ডিউটি করছিল। সেখানে অনেক কটা লরি দাঁড়িয়েছিল এবং ওই ভদ্রলোক প্রচন্ড স্পিডে বাইক নিয়ে এসে সোজা লরি পেছনে ধাক্কা মারে। পরিচয় এখনো জানা যায়নি তবে উনি পঞ্চায়েতের ক্যাজুয়াল কর্মী এটা জানা গেছে। কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ওনাকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours