নাম জেনে ৩০ জনকে খুন করেছে এরা, জানুন কাশ্মীর হামলার পিছনে এই টিআরএফের ঠিকুজি-কুষ্ঠি
কাশ্মীরে জঙ্গি হামলার পরই কেন নেটিজেনদের নিশানায় অমিতাভ?
ভয়ঙ্কর’, জঙ্গি হামলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভারতে সফররত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট
হৃদয়বিদারক! ন্যক্কারজনক’, কাশ্মীরে জঙ্গি হামলায় ফুঁসছে বলিউড
কোথাও শেখায় না মানুষ মারো’, ভাস্বরের কাশ্মীরি মুসলিম বন্ধুদের আর্তনাদ
নদীয়া:- শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের হরেকৃষ্ণ পল্লীর বাসিন্দা ফনি বিশ্বাসের ছেলে 22 বছর বয়সী চিন্ময় বিশ্বাস আজ দুপুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় পুকুরের জলে। চিনময় এর দিদি জানায়, পাড়ার দুটি কিশোরের সাথে সে স্নান করতে যায় আজ, প্রত্যেকদিন না গেলেও মাঝেমধ্যেই তার ওই পুকুরে স্নান করতে যাওয়ার অভ্যাস ছিলো। শারীরিক সমস্যা না থাকা সত্ত্বেও কেনো এই মৃত্যু তা নিয়ে সংশয় প্রকাশ করেছে পরিবার। তবে সাঁতার জানা ছিল কিনা তা জানা নেই পরিবারের। এলাকার যুবকরা তাকে উদ্ধার করার পর শান্তিপুর হাসপাতালে পৌছানোর পরই তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
Post A Comment:
0 comments so far,add yours