THE WALL

নতুন জামা কাপড় নাকি রেনকোট? অষ্টমীর পোশাক কী হবে? হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে রেনকোট না পরতে হলেও ছাতা সঙ্গে রাখতেই হবে মহাষ্টমীর দিনভর। পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। বুধবার নাগাদ নিম্নচাপ ঘণীভূত হওয়ার উপযু্ক্ত পরিস্থিতি রয়েছে বলে জানাচ্ছেন আবহবিদেরা।
তাই রাজ্যের বেশির ভাগ জেলা থেকে বর্ষা বিদায় নিলেও একাদশী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি পিছু ছাড়বে না বলেই মত তাঁদের। মূলত কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই এই বৃষ্টি হএ বলে জানিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকেই। তবে উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। পুজোর মুখে বাংলার একাধিক জেলা বন্যা কবলিত হয়েছিল। এখনও হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুরের বহু এলাকা জলমগ্ন। পুজোর আনন্দও সেখানে ম্লান। তার মধ্যে কোভিড সংক্রমণ তো রয়েইছে। এর মধ্যেই আবার একটা নিম্নচাপের ভ্রূকুটি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours