মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা শহরে, সোজা পুলিশ কিয়স্কে ঢুকে গেল ডাম্পার
সোমের অন্ধকার চিরে মাথা তুলল শেয়ার বাজার, বিনিয়োগকারীদের জোগাল ‘ঘুরে দাঁড়ানোর’ আশা
প্রতিদিন কেমো নিয়ে শরীর ঝিমঝিম করে, ‘স্বেচ্ছাশ্রম’ নয়, মমতার কাছে ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন করতে চান চাকরিহারা শিক্ষক
ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্বর্ণপদক পেয়েছিলেন, চাকরিহারা শিক্ষিকার আশঙ্কা, ‘রাজনীতির গভীর জালে ফেঁসে যাচ্ছি না তো!’
হার্ডডিস্কের মধ্যেই লুকিয়ে আসল ‘প্রাণ ভ্রমরা’? বারবার বলছেন অভিজিৎ
রঞ্জিত্ সাউ, কলকাতা: নাবালিকাদের অভিনয়ের সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে মাদক খাইয়ে পর্ন ভিডিও শ্যুট করানোর অভিযোগ। দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকা থেকে বোলপুরের এক যুবককে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
প্রথমে নাবালিকাদের বেছে নিয়ে অভিনয়ের টোপ।তারপর নিষিদ্ধ মাদক খাইয়ে তাদের দিয়ে পর্ন ভিডিও শ্যুট। চাঞ্চল্যকর অভিযোগ উঠল বীরভূমের বোলপুরের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ দাস নামের ওই যুবককে শনিবার রিজেন্ট পার্ক এলাকা থেকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত বছর ডিসেম্বরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন পেশায় মডেল এক তরুণী। ওই অভিযোগে বলা হয়, পর্ন ভিডিও তৈরির একটি চক্র ফোন করে নাবালিকাদের অভিনয়ের প্রস্তাব দিচ্ছে।
Post A Comment:
0 comments so far,add yours