মোটরসাইকেলে দুর্ঘটনা ঘটিয়ে ভালো মানুষ সেজে হাতিয়ে নিতো মোবাইল, এভাবেই বেশ কয়েকটি ঘটনার সত্য সামনে এলো আজ। নদীয়া শান্তিপুর হরিপুর অঞ্চল এর বাগদেবীর পুরের বাসিন্দা প্রবোধ মণ্ডলের ছেলে প্রলয় মন্ডলের বিরুদ্ধে মোবাইল চুরি, তোলাবাজির হুমকির বিরুদ্ধে এর আগেও শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী।আজ শান্তিপুর স্টেশন সংলগ্ন গোডাউন মাঠ এলাকায় একটি মোবাইলের দোকানে তিনটি মোবাইল বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়ে ওই যুবক। খবর পেয়ে ছুটে আসে গোটা গ্রামের কলের মটর নগদ অর্থ সহ বিভিন্ন চুরি যাওয়া গৃহকর্তারা। খবর পেয়ে শান্তিপুর থানার প্রশাসন এসে পৌঁছায়। এলাকাবাসীর বক্তব্য তাদের সকল চুরি যাওয়া দ্রব্য ফেরত দিলে তবেই ছাড়া হবে তাকে। শান্তিপুর থানার মধ্যস্থতায় ওই যুবককে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours