চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল সাউথ দিল্লি। প্রকাশ্যে রবিবার রাতে দক্ষিণ দিল্লির সঙ্গম বিহারে ১৮ বছর বয়সী এক যুবককে তার বন্ধুরা ছুরি দিয়ে খুন করে বলে অভিযোগ। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি বলে খবর। অন্যদিকে নিহতের পরিবার অভিযোগ করেছে যে হত্যাকারীরা যুবককে মারধর করার সময় সাম্প্রদায়িক মন্তব্য করেছে।তবে পুলিশ জানিয়েছে যে টাকা নিয়ে বন্ধুদের মধ্যে বচসা হয়। যার ফলে এই ঘটনা। এদিকে সূত্র মারফত খবর, একটি মেয়েকে নিয়ে বন্ধুদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তবে সঠিক বিষয়টি এখনও পরিষ্কার নয়। এদিকে গোটা ঘটনা সিসিটিভিতে রেকর্ড হয়। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, কয়েকজন মিলে ওই যুবককে ছুরি দিয়ে আঘাত করছে। শুধু তাই নয়, যুবককে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি বলে খবর। মৃত যুবকের নাম ইমরান। সে সঙ্গম বিহার-এর বাসিন্দা ছিলেন এবং দক্ষিণ দিল্লির একটি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন। রবিবার গভীর রাতে পুলিশ একটি ফোন পেয়েছিল যে একদল লোক এক যুবককে ছুরিকাঘাত করেছে। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেখে ওই যুবকের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন। যুবকদের প্রচুর রক্তক্ষরণ করতে দেখে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours