সরকারি বাসে এক পকেটমারকে হাতে নাতে পাকরাও করে গণধোলায় দিলো বাসের যাত্রী সহ উত্তেজিত জনতা। রবিবার দুপুরে এমনি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার বাস টার্মিনাসে। বাসের যাত্রী সহ বাসকর্মী সূত্রে জানাযায়, বহরমপুর গামী একটি সরকারি বাসে যাত্রী সেজে করণদিঘী থানার দোমহোনা থেকে তিন পকেটমার উঠে।এরপর সুযোগ বুঝে বাসের এক যাত্রী পেশায় ফেরিওয়ালা নুর নবির পকেট থেকে নগত ৮ হাজার টাকা চুরি করে গাড়ি থেকে নামতে গেলে নুর নবি অভিযুক্ত পকেটমার মদন মোহন ছেত্রীকে হাতে নাতে ধরে ফেলে। বাকি তার দুই সঙ্গী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর ঘটনার জেরে বাসের যাত্রীদের মধ্যে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। প্রথমে এই পকেটমার তার নীজের পরিচয় গোপন করলেও পরে ইটাহার বাসটার্মিনাসে তাকে গাড়ি থেকে নামিয়ে উত্তেজিত জনতা গণধোলায় দিতেই সে তার আসল পরিচয় জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে য়ায় ইটাহার থানার পুলিশ অভিযুক্ত মদন মোহন ছেত্রীকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে ইটাহার থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানাযায়, অভিযুক্তের বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়া এলাকায়।
Sorce- সব খবর সারাদিন
Post A Comment:
0 comments so far,add yours