বৃহস্পতিবারই ফেসবুকের অভিভাবক সংস্থার নাম বদলের ঘোষণা করেছেন মার্ক জুকারবার্গ। এতদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের অভিভাবক সংস্থা ছিল ফেসবুক। এবার থেকে অভিভাবক সংস্থার নাম হল- মেটা৷ আর এই নাম বদল নিয়েই জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে হাসির জোয়ার। খোদ টুইটারও এই নাম নিয়ে 'মজা' করেছে।
টুইটার ফেসবুকের নাম পরিবর্তনের প্রতিক্রিয়ায় জানিয়েছে, "BIG NEWS lol jk still Twitter"। শুধু টুইটার নয় নেটিজেনরাও এই 'মেটা' নাম নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হ্যামবার্গার চেইন সংস্থা উইন্ডেস টুইটে লিখেছে, "Changing name to meat" । প্রসঙ্গতই তারা মাংসের ব্যাপারি, তাই Meta নামের অক্ষর রদবদলের মাধ্যমেই অনুরাগীদের Meat আস্বাদনের 'বিজ্ঞাপন' করেছেন এভাবেই।
Post A Comment:
0 comments so far,add yours