রায়গঞ্জের কর্নজোড়ায় মাদক নিয়ন্ত্রক সহ ৫ আধিকারিককে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ উঠল। এ ঘটনায় সোমবার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কর্নজোড়া পোস্টে, পুলিশ রাত ১০টার দিকে মাদক নিয়ন্ত্রণকারী ও অন্যান্য আধিকারিকদের হয়রানির অভিযোগে একজনকে গ্রেপ্তার করে।
অভিযুক্তের নাম মহিউদ্দিন আহমেদ, তার বাড়ি ইটাহার থানা এলাকার সুরুন ১ গ্রাম পঞ্চায়েতের দামভোলিয়া গ্রামে।তাকে রায়গঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার জানান, "অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।" পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে।
Post A Comment:
0 comments so far,add yours