স্টপেজ ছাড়াই ট্রেন থেকে নামতে গিয়ে দুই যাত্রীর পা কাটা গেল, জানা গিয়েছে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর জখম দুই যুবক। ঘটনাটি ঘটে মালদা শহরের মেডিকেল কলেজের সামনে কৃষ্ণপল্লী এলাকায়।
জানা যায়, বৃহস্পতিবার সকালে মালদা টাউন রেল স্টেশনে ঢোকার আগে ট্রেনের গতি স্লো করার সময় কৃষ্ণপল্লী এলাকায় দুই যুবক ট্রেন থেকে নামার চেষ্টা করে।সেই সময় এক যুবকের মাথায় আঘাত লাগে এবং তার থেকে প্রায় ৩০০ মিটার দূরে আর এক যুবকের ডান পা ট্রেনের চাকার তলে ঢুকে দিয়ে পা কেটে যাই। বেশ কিছুক্ষণ জীবিত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে থাকে। তারপর স্থানীয় লোকজন গুরুতর জখম দুই যুবকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।এই বিষয়ে সঠিক ভাবে কেউই উত্তর দিতে পারছেন না কি ভাবে এই ঘটনা ঘটেছে।
Post A Comment:
0 comments so far,add yours