পুকুরে স্নান করতে নেমে চার শিশুর মৃত্যু হয়েছে নওগাঁ শহরে । শনিবার দুপুরে শহরের আরজি নওগাঁ এলাকার নামা শিকারপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা। তাদের বয়স ছয় থেকে ১০ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।স্থানীয়রা জানিয়েছে, দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে স্নান করতে নামে ছয় শিশু। এক পর্যায়ে জলে ডুবে যায় ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা। বাকি দুই জন পাড়ে ছিল। তারা কান্না শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। তারা এসে ডুবে যাওয়া চার শিশুকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাদের সবাইকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক চার শিশুকে মৃত বলে ঘোষণা করেন। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল জানান, আইনি প্রক্রিয়া শেষে চার শিশুর লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours