করোনার থাবা পড়ল এবার অনির্বাণ ভট্টাচার্যের ওপর। গত ১২ দিন ধরে উপসর্গহীন সংক্রমণে ভুগছেন তিনি। নাট্য সহকর্মী তথা বন্ধু সাধন পাড়ুই খবর শোনা মাত্রই যোগাযোগ করেন অনির্বাণের স্ত্রী মধুরিমা গোস্বামীর সঙ্গে। মধুরিমা জানিয়েছেন, 'মোটামুটি ১২ দিন আগে ধরা পড়ে ও কোভিড আক্রান্ত।এখন তিনি ভালই আছেন। হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিত্সকের নির্দেশ মেনে ওষুধ নিচ্ছেন। খাওয়াদাওয়াও করছেন।'
অভিনেতার পরিবারের সদস্যরা করোনা মুক্ত। পরিচালক সৃজিত মুখার্জি জানিয়েছেন, তিনি সংবাদমাধ্যম থেকেই জানতে পারেন অনির্বাণের মৃত্যুর খবর।১২ দিন আগে মুক্তি পেয়েছে অনির্বাণ-দেব অভিনীত 'গোলন্দাজ'। ছবিতে রয়েছেন ইশা সাহা, জন ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়-সহ টলিউডের একগুচ্ছ অভিনেতা। পঞ্চমীতে পুজো-মুক্তির দিন সবার সঙ্গে প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা অনির্বাণও। তারপরই তাঁর শরীরে ধরা পড়েছে করোনা।
Post A Comment:
0 comments so far,add yours