এবছর কাকদ্বীপ শ্মশান কালি মন্দিরেও হচ্ছে দুর্গাপূজা। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ শ্মশান কালি মন্দিরে পূজা কমিটি এই বছর থেকে দুর্গা পুজো করার সিদ্ধান্ত নিলেন। তারা জানান ন্যাশনাল হাইওয়ে বরাবর ইয়াংস্টাফ থেকে পাকাপুল পর্যন্ত কোনো পুজোই হয় না, তাই এলাকাগুলির পাশে থাকা মানুষজন তারা পুজো সঠিক সময়ে দিতে পারছেন না বা পুজোর আনন্দ থেকে বিরত থাকছেন। এই কারণে ইয়াংস্টাফ ও পাকাপুলের মাঝখানেই অর্থাৎ কাকদ্বীপ শ্মশান কালীমন্দিরে পুজোর আয়োজন করলেন, শ্মশান কালীমন্দির পূজা কমিটি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours