করোনা বিধি নিয়ে কড়া পদক্ষেপ প্রশাসনের। জেলায় জেলায় পুলিশের অভিযান। মাস্ক না পরে বেরনোয় জলপাইগুড়িতে গত দু'দিনে গ্রেফতার প্রায় ৪৮৯জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার ৯টি ওয়ার্ডের কনটেনমেন্ট জোনেও চলে পুলিশের টহলদারি। করোনা সতর্কতা নিয়ে লাগাতার প্রচারেও অনেকের হুঁশ ফেরেনি। মাস্ক না পরে দূরত্ববিধি শিকেয় তুলে রাস্তায় বের হওয়া, বাজারহাট করা চলছেই। পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণও। এই অবস্থায় জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে কড়া পদক্ষেপ পুলিশের। করোনা বিধি না মানায় গত ২ দিনে জলপাইগুড়িতে গ্রেফতার করা হয়েছে প্রায় ৪৮৯ জনকে।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার ৯টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। মাস্ক পরে বাইরে বেরনো সহ করোনা সংক্রান্ত বিধিনিষেধ যাতে বাসিন্দারা মেনে চলেন তার জন্য তত্‍পর পুলিশ প্রশাসন। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় শুক্রবার অভিযান চালায় পুলিশ। যাঁরা মাস্ক পরে ছিলেন না, এমন অনেককে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours