বড় ছেলে আরিয়ান খান (Shahrukh Khan son Arian Khan) এনসিবি কর্তাদের জেরার মুখে। এই খবর পেতেই তড়িঘড়ি শুটিং বাতিল করলেন বাবা শাহরুখ খান (Shahrukh Khan) । আপাতত স্পেনে 'পাঠান' (Pathan Movie) ছবির শুটিংয়ের কাজ করছিলেন। শাহরুখ -দীপিকা অভিনীত ছবিটির একটি গানের দৃশ্যের শ্যুটিং চলছিল বলে জানা গিয়েছে। 'পাঠান' ছবির প্রোডাকশন টিম সূত্রে জানা গিয়েছে আপাতত আজকের শুটিং ক্যান্সেল করেছেন শাহরুখ। এই শুটিংয়ের জন্য টানা ডেট দেওয়া ছিল শাহরুখের। কিন্তু ঘনিষ্ঠ সূত্রে খবর আপাতত শাহরুখ যত দ্রুত সম্ভব মুম্বই ফিরতে চাইছেন । এদিকে যতক্ষণ না ফিরতে পারছেন ততক্ষণ মোবাইলে এনসিবি কর্তাদের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ রেখে চলেছেন শাহরুখ।
জানা গেছে সম্ভবত শাহরুখের নির্দেশে আরিয়ান সত্য স্বীকার করে নিয়েছেন। শাহরুখই ছেলেকে বলেছেন এনসিবি অফিসারদের তদন্তে সহযোগিতা করতে। তাতে হয়তো আরো অনেক দ্রুত মুক্তিলাভ সম্ভব। এদিকে শাহরুখ ঠিক কবে এবং কখন মুম্বই ফিরবেন তা এখনো জানা যায়নি। জানা গিয়েছে স্ত্রী গৌরী খানকে এবং নিজের মুম্বইয়ের ব্যক্তিগত সচিবকে প্রতিমুহূর্তে পুত্র আরিয়ানের পাশে থাকতে বলেছেন শাহরুখ।
Post A Comment:
0 comments so far,add yours