জানা যায়, দুদিন আগে কাকদ্বীপের এক মৎস্যজীবীর জালে কয়েকটি ঝিনুক পড়ে। এরপরেই সেই ঝিনুকের ভেতর থেকে নানান রকমের দেব-দেবী আকার ও প্রতীক মিলেছে বলে দাবী করেন ওই মৎস্যজীবী। পরে ওই ঝিনুকের অবয়ম নিয়ে রাখা হয় মন্দিরে। আর সেই ঝিনুক দেখার জন্য কালিকাপুর মন্দিরে ভিড় বাড়ছে সাধারনের।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours