সরকার, ২০২৪ এর মার্চ মাসের মধ্যে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্রের সংখ্যা দশ হাজার বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। রসায়ন এবং সার মন্ত্রক জানিয়েছে, ৭৩৬ টি জেলায় এখন ৮ হাজার ৩৬৬টি জনৌষধি কেন্দ্র রয়েছে। দেশের সর্বত্র সুলভে জেনেরিক ওষুধ পৌঁছে দিতে ২০০৮এর নভেম্বরে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা - PMBJP-র সূচনা হয়। ব্র্যান্ডেড ওষুধের থেকে এই ওষুধ ৫০ থেকে ৯০ শতাংশ কম দামে পাওয়া যায়।
গত অর্থবর্ষে PMBJP-র আওতায় ৬৬৫ কোটি টাকার বেশি ওষুধ বিক্রি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের প্রায় চার হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে।
All India Radio News PIB Kolkata
Post A Comment:
0 comments so far,add yours