রাজধানীতে ভয়াবহ অগ্নিকান্ড। এই আগুনে ঝলসে মৃত্যু হল একই পরিবারের ৪ সদস্যের। জানা গিয়েছে, দিল্লিতে মঙ্গলবার ভোরে একটি বাড়িতে ভয়াবহ আগুন লেগে একটি পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।কর্মকর্তারা জানিয়েছেন, আজ ভোর ৪টায় আগুন লাগে।
ভোর ৪.০৭ মিনিটে দমকল বিভাগ খবর পায়, যার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে দিল্লির ওল্ড সীমাপুরী এলাকায় চারটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছায়।কর্মকর্তারা জানিয়েছেন, তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ঘর থেকে দমকল বিভাগ চারটি লাশই উদ্ধার করেছে।
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় ছিলেন বলেই ওই পরিবারের কেউ বুঝতে পারেননি যে বাড়িতে আগুন লেগেছে। মূলত সেই কারণেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
Post A Comment:
0 comments so far,add yours