বাড়িতে কেউ না থাকার সুযোগে নবালিকা ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে দফায় দফায় তাকে ধর্ষণ করা হয়। আর এই অভিযোগের ভিত্তিতে দেগঙ্গা থানার পুলিশ বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নন্দীপাড়া থেকে বছর চব্বিশের জাকির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হাদিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শানপুকুর এলাকায়।নির্যাতিতা নাবালিকা ছাত্রীর পরিবারের অভিযোগ তার মা আজমীর শরীফে বেড়াতে যান বাড়িতে তার বাবার সঙ্গে থাকত। গত ২২ তারিখে তার বাবা সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখেন মেয়ে ঘরে নেই। এরপরে চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয় দেগঙ্গা থানায় এসে নিখোঁজ অভিযোগ দায়ের করে নির্যাতিতা বাবা। তদন্তে নেমে ২৪ তারিখে নাবালিকাকে পুলিশ উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয়। এরপরে নির্যাতিত নাবালিকা বাড়িতে গিয়ে শারীরিক অসুস্থতায় মুষড়ে পড়ে। তার এক বৌদির সঙ্গে শারীরিক অত্যাচার হয়েছে এবং দুদিন ধরে ধর্ষণ করা হয় বিষয়টি খুলে বলে। অভিযুক্ত জাকির হোসেন মেয়েটিকে প্রাণনাশের হুমকি দেয় সেই কারণে এই নির্যাতনের কথা চেপে ছিল ওই নাবালিকা। নির্যাতিতার বৌদী বিষয়টি জানানোর পরে তার বাবাকে জানাই। বাবা বিষয়টা জানতে পেরে দেগঙ্গা থানায় মঙ্গলবার রাতে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে দেগঙ্গা থানার পুলিশ অভিযুক্ত জাকির হোসেনকৈ গ্রেফতার করেছে এছাড়াও নির্যাতিতা বালিকা জানিয়েছে অভিযুক্ত জাকিরের সঙ্গে এই নির্মম অত্যাচারে সহযোগিতা করেছে দুই যুবক। তাদের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্ত জাকির হোসেনের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে আজ বারাসাত জেলা আদালতে পুলিশি হেফাজতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
ছবি ও তথ্য - সেখ মুক্ত
Post A Comment:
0 comments so far,add yours