রাহুল পাসোয়ান, আসানসোলঃভুয়ো ডিএসপি পরিচয়ে মানুষকে ভয় দেখিয়ে তোলাবাজি করছিল দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তাদের নাম কৌস্তভ ব্যানার্জি এবং জিতেন্দ্র শর্মা। কৌস্তভের বাড়ি আসানসোল দক্ষিণ থানার ইসমাইল এলাকায় এবং জিতেন্দ্র শর্মা আসানসোল দক্ষিন থানা এলাকার বুধা গ্রামের বাসিন্দা।গতকাল রাতে আসানসোল স্টেশন ও বাসস্ট্যান্ড এলাকায় ডিএসপি পরিচয়ে তোলাবাজি করছিল বলে অভিযোগ।





 পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। আজ তাদের আসানসোল কোর্টে তোলা হয়। ধৃতদের কাছ থেকে একটি স্কুটি এবং একটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ


News copy-anm NEWS -সবার আগে 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours