জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ থেকে এক ভুয়ো চিকিত্সককে গ্রেফতার করল বাঁকুড়া জেলা পুলিশ । আজ সুদীপ্ত সর্দার নামের ওই ভুয়ো চিকিত্সককে গ্রেফতার করে জলপাইগুড়ি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত দুদিন ট্রানজিট রিমাণ্ড মঞ্জুর করার পর তাকে বাঁকুড়ায় আনা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মরত একই নামের একজন চিকিত্সকের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশান নম্বর ব্যবহার করে ওই যুবক রাজ্যের বিভিন্ন প্রান্তে চেম্বার খুলে চিকিত্সা চালিয়ে যাচ্ছিল। এখনও পর্যন্ত পুলিশ হাওড়া , দক্ষিণ চব্বিশ পরগনা ও জলপাইগুড়ি জেলায় ওই ভুয়ো চিকিত্সকের তিনটি চেম্বারের হদিশ পেয়েছে। গত ২৪ সেপ্টেম্বর বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিক্যাল অফিসার সুদীপ্ত সর্দার বড়জোড়া থানায় লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগে ওই চিকিত্সক জানান, তাঁর বৈধ রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে একই নামের এক যুবক রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ ভাবে চিকিত্সা চালিয়ে যাচ্ছে। বড়জোড়া থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪১৭, ৪১৯, ৪৬৮, ৪৬৯, ৪৭৩ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে নেমে ওই ভুয়ো চিকিত্সকের সন্ধান শুরু করে পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে বুঝতে পেরেই জলপাইগুড়ির রাজগঞ্জে আত্মগোপন করে ওই ভুয়ো চিকিত্সক। আজ বিশেষ সূত্রে খবর পেয়ে রাজগঞ্জে হানা দিয়ে ওই ভুয়ো চিকিত্সককে গ্রেফতার করে বাঁকুড়া জেলা পুলিশের তদন্তকারীরা । জলপাইগুড়ি থেকে ট্রানজিট রিমান্ডে বাঁকুড়ায় এনে আগামী বুধবার তাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করবে পুলিশ। গ্রেফতার হওয়া ভুয়ো চিকিত্সককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরো বড়সড় রহস্যের পর্দাফাস হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours