নাম জেনে ৩০ জনকে খুন করেছে এরা, জানুন কাশ্মীর হামলার পিছনে এই টিআরএফের ঠিকুজি-কুষ্ঠি
কাশ্মীরে জঙ্গি হামলার পরই কেন নেটিজেনদের নিশানায় অমিতাভ?
ভয়ঙ্কর’, জঙ্গি হামলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভারতে সফররত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট
হৃদয়বিদারক! ন্যক্কারজনক’, কাশ্মীরে জঙ্গি হামলায় ফুঁসছে বলিউড
কোথাও শেখায় না মানুষ মারো’, ভাস্বরের কাশ্মীরি মুসলিম বন্ধুদের আর্তনাদ
বুধবার রাত্রে নারায়নগড় থানার চাতুরী ভাড়া থেকে সোনারপুর যাওয়ার রাজ্য সড়কের কাছে এক আশ্রমের পাশে জঙ্গল থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ। বুধবার সন্ধ্যায় নারায়নগড় থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে মৃত ওই মহিলার নাম রাধারানী হাটুই বয়স আনমানিক ৬২ বছর বাড়ি নারায়নগড়ের চাতুরী ভাড়া সংলগ্ন আশ্রম মোড়ে বহুরূপা এলাকায়।জঙ্গলে মৃতদেহ পড়ে থাকতে স্থানীয়রা পুলিশে খবর দেয় খবর পেয়ে নারায়নগড় থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে।খবর পেয়ে থানায় গিয়ে পৌঁছান সীমন্ত হাটুই। মৃত মহিলার ছেলে সীমন্ত হাটুই জানান "তার মায়ের হাই প্রেসারের রোগ ছিল আর এদিন বিকেলে হাঁটতে বেরিয়ে কোন কা কারণে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ
Post A Comment:
0 comments so far,add yours