হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুর ১৩ নম্বর ওয়ার্ডের মেনগেট এলাকায় তামলা নালা থেকে একটি সদ্যজাত পুত্র সন্তানের মৃতদেহ উদ্ধার হয়। এলাকাবাসী মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
এলাকাবাসী'র দাবি, ওই সদ্যজাতের মৃদেহটি কোনও ব্যাক্তি এদিন সকালে তামলা ব্রিজ থেকে নালাতে ফেলে দিয়ে পালিয়ে যায়এলাকাবাসীর অনুমান ৫ - ৬ মাস বয়স হবে ওই সদ্যজাত শিশুটির। এলাকাবাসী এই পাপকর্মে যুক্ত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
Post A Comment:
0 comments so far,add yours