ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নদীয়ার নবদ্বীপ থানার বাবলারি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন সিদ্ধেশ্বরী তলা এলাকায়। মৃত বৃদ্ধার নাম হরিপদো কর্মকার, বয়স আনুমানিক ষাট বছর। বাড়ি নবদ্বীপ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের শ্রীনগর কলোনি, মাথা পুর রোড এলাকায়। মৃত ওই ব্যক্তির প্রতাপ নগর এলাকায় সাইকেল মেরামতির একটি দোকান আছে বলে জানা গিয়েছে স্থানীয় ও পরিবার সূত্রে।জানা যায়, শুক্রবার সন্ধ্যা নাগাদ হরিপদ বাবু সাইকেল চালিয়ে আন্ডারপাস দিয়ে যাওয়ার সময় দীর্ঘদিন ধরে জমে থাকা আন্ডারপাসের বদ্ধ জলে অসাবধানতাবশত পড়ে যান। অভিযোগ, আন্ডারপাসের ভেতরে জমা জলের গভীরতা এতটাই গভীর যে কোন মতেই তিনি উপরে উঠে আসতে পারেননি। ফলে জলে তলিয়ে যাযন ওই ব্যক্তি।


এরপর শনিবার সকালে জলের ওপর তার দেহ ভাসতে দেখে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। অবিলম্বে আন্ডারপাসে জমে থাকা জল নিকাশির ব্যবস্থা গ্রহণ ও আন্ডারপাসটি সঠিকভাবে মানুষের ব্যবহারযোগ্য করে তোলার দাবি সহ সংসারের একমাত্র রোজগেরে মৃত ওই ব্যক্তির পরিবারের পাশে থেকে সাহায্যের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের কর্তাব্যক্তি সহ স্থানীয় পঞ্চায়েত প্রধান কমল দেবনাথের উপস্থিতিতে আরপিএফ ও নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকেরা। প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিট অবরোধ চলার পর রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে গেলে দিয়ে দিবে পরিস্থিতি স্বাভাবিক হয়।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours