গতকালই দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। রবিবাসরীয় সকালে ভবানীপুরে প্রচারে বের হন দিলীপ ঘোষ। চা চক্রের পাশাপাশি মানুষের বাড়িতেও প্রচারে যান দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জানান, 'বাবুলের দল ছেড়ে তৃণমূলে যাওয়ার ঘটনায় বিজেপির কোনও ক্ষতি হবে না। আসন্ন উপনির্বাচনে ভবানীপুরে বিজেপি জিতবে'।
আর এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'গতকাল বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বাবুলের দলবদল নিয়ে আগাম খবর ছিল না দলের কাছে। রাজনীতিক নন, বাবুল দা তো পলিটিক্যাল টুরিস্ট। আমাদের দলে কোনও ধাক্কা লাগেনি। যারা ধাক্কা খাচ্ছে, তারা সরে যাচ্ছে। অনেকেই আসছে, যাচ্ছে। কেউ যদি ৭ বছর মন্ত্রী থেকে চলে যান, তাহলে ঘটনাটি কী তা বোঝা যাচ্ছে। যাঁরা যেতে চান, তাঁরা যেতে পারেন। তাতে দলের ক্ষতি হবে না। তৃণমূল থেকেও বিজেপিতে ভোটের আগে অনেকেই এসেছিলেন। তাতে তৃণমূলের ক্ষতি হয়নি। আমাদের হবেও না।'
দিলীপ ঘোষ আরও বলেন, 'বাবুল সুপ্রিয় শিল্পী মানুষ, আবেগে চলেন। রাজনীতির সঙ্গে যুক্ত নেতারা এই ভাবে দল পাল্টালে মানুষের কাছে ভুল বার্তা যাবে। বিজেপি লক্ষ লক্ষ মানুষের ওপর ভর করে দাঁড়িয়ে আছে। দল দলের মতই চলবে।'
Post A Comment:
0 comments so far,add yours