গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্রশস্ত্রসহ ৫ জনের একটি ডাকাতদলকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কালিয়াচকের মোজমপুর ব্রীজ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, শফিকুল সেখ, আক্তার আলম, আমিরুল সেখ, আব্রাউল মোমিন এবং মাসিদুল সেখ।

ধৃতদের বাড়ি কালিয়াচক থানার বিভিন্ন এলাকায়।

ধৃতদের কাছ পুলিশ উদ্ধার করেছে দুটি পাইপগান, ১৪ রাউন্ড কার্তুজ এবং কয়েকটি ধারালো অস্ত্র পুলিশের প্রাথমিক অনুমান ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা অস্ত্রশস্ত্র নিয়ে জমায়েত হয়েছিল কালিয়াচক থানার মোজুমপুর ব্রীজ এলাকায়। শুক্রবার ধৃতদের হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours