বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিতেই গেরুয়া শিবিরের আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে। গতকাল বাবুল সুপ্রিয় সম্পর্কে কিছু না বললেও আজ প্রচারে বেরিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আজ প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে ভবানীপুরে এর জন্য কোনো প্রভাব পড়বে না। আমি যদি আসানসোলে করতাম তাও প্রভাব পড়তে পারতো এখানে কোনো রকম প্রভাব পড়বে না। পাশাপাশি প্রিয়াঙ্কা বলেন বাবুল বোনের বিরুদ্ধে প্রচার করবে বলে মনে হয় না। আমি ওনার জায়গায় থাকলে উনার বিরুদ্ধে প্রচারে নামতে পারতাম না।
প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে প্রার্থী করার পর শুভেচ্ছা জানিয়ে ছিলেন বাবুল সুপ্রিয়। এছাড়াও ফেসবুকে উত্সাহিত হয়ে পোস্ট করেছিলেন বাবুল সুপ্রিয়। প্রিয়াঙ্কার মত লড়াকু নেত্রী ময়দানে যেভাবে নামছেন তাতে তাকে স্বাগত জানিয়েছিলেন তিনি। বাবুল তার প্রশংসাও করেছিলেন। তবে বিজেপি তারকা প্রচারকের তালিকায় তার নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। এখন যদিও বা তিনি তৃণমূলের সৈনিক। বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান এর পর জানিয়েছিলেন যদি তাকে বলে ভবানীপুরে মমতা বন্দোপাধ্যায়ের হয়ে প্রচারে নামতে তাহলে তিনি নামবেন। তার প্রচারে যেতে কোনো রকম বাধা নেই বলে তিনি জানিয়েছিলেন। আজ প্রচারে বেরিয়ে প্রিয়াঙ্কা জানিয়ে দিলেন আমি হলে অন্তত উনার বিরুদ্ধে প্রচার করতাম না এবার ওনার সিদ্ধান্ত নিয়ে কী করবেন। তবে হাইভোল্টেজ উপ নির্বাচনের আগে বাবুলের দলবদল গেরুয়া শিবিরে কতটা প্রভাব ফেলবে তা আগামী দিনে বোঝা যাবে।
Post A Comment:
0 comments so far,add yours