দ্য ওয়াল ব্যুরো: 


হোয়াইট হাউস থেকে পাত্তারি গুটিয়ে ফিরতে হয়েছে নিজের ভিটেয়। নামের আগে বসে গিয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তবু তাঁর হম্বিতম্বি গেল না! একটি মার্কিন সংবাদমাধ্যমে সাক্ষাত্‍কার দিতে গিয়ে ফেসবুক (Facebook) কর্ণধার মার্ক জুকারবার্গকে (Mark Zuckeberg) তীব্র আক্রমণ শানালেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমন কিছু শব্দ বললেন জুকারবার্গ সম্পর্কে যা ছাপার অযোগ্য। ওই ভিডিও সাক্ষাত্‍কারেও একাধিক জায়গায় বিপ বসাতে হয়েছে এডিটরকে।তিনি যখন মার্কিন প্রেসিডেন্ট তখন নাকি প্রায়ই জুকারবার্গ হোয়াইট হাউসে যেতেন। সঙ্গে যেতেন জুকারবার্গের স্ত্রীও। তাঁরা দু'জনে মিলে নাকি ট্রাম্পের পিছনে ঘুরঘুর করতেন। যদিও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের এ হেন মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি জুকারবার্গ। ক্যাপিটলে হামলার ঘটনায় উস্কানি দেওয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে সমর্থকদের হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল। ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে। ২০২৩ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছে ফেসবুক ও টুইটার। যা নিয়ে ট্রাম্প বেজায় চটে রয়েছেন জুকারবার্গদের উপর। সেটাই আরও একবার প্রমাণ হল এই সাক্ষাত্‍কারে। এমনিতে কোনওকালেই ট্রাম্পের জিভে লাগাম নেই। যাকে যা পারেন বলে দেন। অসংযত ভাষা নিয়েও একাধিকবার তাঁর বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে বিশ্ব। কিন্তু তিনি নির্লিপ্ত থেকেছেন। সমস্ত সমালোচনা উড়িয়ে ফের আরও কদর্য ভাষা বলেছেন। কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পরও ট্রাম্প আছেন ট্রাম্পেই। বিন্দুমাত্র বদল হয়নি তাঁর।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours