করোনার পর থেকে এখন পর্যন্ত স্কুল বন্ধ। যার ফলে পড়াশুনোয় ব্যাঘাত ঘটছে শিক্ষাথীদের। ইতি মধ্যেই দেশের বিভিন্ন রাজ্য সরকার নিজ নিজ রাজ্যে স্কুল খুলেছে। এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুজোর পরেই রাজ্যে স্কুল খোলার ব্যাপারে ভাবনা চিন্তা করার কথা বলেছেন।
তবে স্কুল খোলার আগে কিছু নিয়ম পালন করতে হবে স্কুল গুলিকে।
তবে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে প্রায় দেড় বছরের উপরে হলো রাজ্যের সমস্ত স্কুল বন্ধ যার ফলে স্কুলের শ্রেণীকক্ষ , শৌচালয় , স্কুলের বিদ্যুত্ ব্যবস্থা ইত্যাদি ঠিক আছে কি না তা নিয়ে চিন্তায় রয়েছে রাজ্যে সরকার। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের স্কুল গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে স্কুল গুলিকে তাদের পরিকাঠামো সংক্রান্ত তথ্য , স্কুলের কোনো মেরামতির প্রয়োজন হলে তার আনুমানিক খরচ জেলা স্কুল পরিদর্শককে জানাতে হবে। যার ফলেই মনে করা হচ্ছে অক্টোবরে না হলেও নভেম্বরে রাজ্যের স্কুল গুলি খুলতে পারে। তবে ইতি মধ্যেই কেন্দ্র সরকার জানিয়েছে সম্বভত নভেম্বর থেকেই ১৮-র নিচে শিশু ও কিশোরদের টিকা দেওয়া হতে পারে। তবে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
Post A Comment:
0 comments so far,add yours