নাচবেন লাভলি-সায়ন্তিকা, গাইবেন বাবুল-অদিতিরা, হাসাবেন কাঞ্চন, থাকছেন রাজ-ব্রাত্যও! বিধানসভায় এবার বড় চমক
প্রথম পরীক্ষায় পাশ রাজ্যের! ‘লাভের গুড়’ আদৌ পাবে চাকরিহারারা?
আমি না থাকলে তোকে কে দেখবে!’ মায়ের কথাতে শেষ পর্যন্ত বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ, পাত্রী কে?
বাহিনী চলে গেলে আমরা গ্রামছাড়া হব’
৫ লক্ষ টাকা পুড়ে গিয়ে নিঃস্ব সামশেরগঞ্জের ঘোষ পরিবার, নোট পুড়ে গেলে টাকা ফেরত পাওয়া যায় কি? জানুন
শুরু হল ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন-সহ রাজ্যের বাকি দুই কেন্দ্রের বিধানসভা নির্বাচন। নির্ধারিত সময় সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। বুধবারই ভোটারদের উদ্দেশে বার্তা দেন তৃণমূল নেত্রী তথা ভবানীপুরের প্রার্থী মমতা ব্যানার্জি। তিনি বলেন, 'গণতন্ত্রের উত্সবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন। প্ররোচনা ছড়াবেন না, প্ররোচনায় জড়াবেন না।'
এদিকে ভবানীপুরে মোট ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মৌট ২৮৭টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। জঙ্গিপুর ও সামশেরগঞ্জে মোট ৭২ কোম্পানি আধাসেনা মোতায়েন রয়েছে। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ১২৬ নম্বর বুথে বুথ জ্যামের অভিযোগ তুলেছেন। সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরছেন তিনি। সব বুথে এজেন্ট দিতেও পারেননি বলে অভিযোগ বিজেপি প্রার্থীর।
Post A Comment:
0 comments so far,add yours